চার মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি আবার বেড়ে ৮.৫৫%
প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ১৭:০৪
আপডেট:
৭ আগস্ট ২০২৫ ১৯:২৬

চার মাস পর জুলাই মাসে মূল্যস্ফীতি আবার বাড়লো। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮.৫৫%। জুন মাসে কিছুটা কমার পর জুলাই মাসে খাদ্য এবং খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে।
এর আগে টানা চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি কমেছিল। গত জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৪৮%, যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এরপরের মাসেই মূল্যস্ফীতি আবার বাড়লো।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুলাই মাসের মূল্যস্ফীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের প্রথম মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮.৫৫% হয়েছে, জুন মাসে যা ৮.৪৮% ছিল।
এতে আরও বলা হয়, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৫৬%। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৩৮%। দুই খাতেই আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৩৯%। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৯.৩৭%।
জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৫% হয়েছে, যা জুন মাসে ৮.৪৬% ছিল। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে জুলাই মাসে হয়েছে ৮.৯৫%, জুনে ছিল ৮.৯৪%।
সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.৪৮%, ২৭ মাসে সর্বনিম্নসামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.৪৮%, ২৭ মাসে সর্বনিম্ন
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৮.৫৫% মূল্যস্ফীতির অর্থ হলো, ২০২৪ সালের জুলাই মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, ২০২৫ সালের জুলাই মাসে তা কিনতে খরচ করতে হয়েছে ১০৮.৫৫ টাকা।
প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬.৫%-এর মধ্যে ধরে রাখার লক্ষ ঠিক করা হয়। কিন্তু এক মাস বাদে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক আবার উর্ধ্বমুখী হয়েছে। গত তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০.০৩%।
আপনার মূল্যবান মতামত দিন: