বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২


প্রতি মাসে ‘মিট দ্যা বিজনেস’ আয়োজন করবে এনবিআর


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬

ছবি সংগৃহীত

কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শোনার জন্য বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব বৈঠকে কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শুনবে সংস্থাটি। প্রতি মাসের দ্বিতীয় বুধবার 'মিট দ্যা বিজনেস’ শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এনবিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সামনে সমস্যাগুলো তুলে ধরতে পারবেন।

এনবিআর জানায়, চলতি মাসে ‘মিট দ্যা বিজনেস’ বৈঠকটি আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এনবিআর আরও জানায়, সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুগল ফরম পূরণ করে পাঠাতে হবে।

এনবিআর জানায়, নিয়মিত এ বৈঠক করা গেলে ব্যবসায়িক পরিবেশ আরো গতিশীল হবে। পাশাপাশি রাজস্ব আহরণেও স্বচ্ছতা আসবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top