সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


বাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৫

ছবি : সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে সংস্থাটি বাংলাদেশে সহযোগিতা আরও বাড়াতে চায়। ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচির আওতায় সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের কাছে গত ১ মে একটি চিঠি পাঠান। এর উত্তরে ১৯ মে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, আইএমএফের কাছ থেকে এলডিসি-পরবর্তী ঝুঁকি মোকাবিলায় বর্ধিত সহায়তা চাওয়া হতে পারে। বাজেট সহায়তা হিসেবে নতুন ঋণও চাওয়া হতে পারে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফের নির্বাহী পর্ষদ। এ ঋণের পুরোটা ছয় কিস্তিতে ৪২ মাসে ছাড় দেওয়ার কথা ছিল। ইতোমধ্যে ঋণের পঞ্চম কিস্তি পর্যন্ত ছাড় করেছে সংস্থাটি। এদিকে বাংলাদেশের চাহিদার ভিত্তিতে গত জুনে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এতে করে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়ায় ৫৫০ কোটি ডলার।

গত ২৬ জুন দুই কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড় করার পর সংস্থাটি বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে। ওই প্রতিবেদনে পরবর্তী কিস্তি পেতে শর্ত এবং বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো– আগামী ২০২৫-২৬ অর্থবছরে সরকারকে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা কর রাজস্ব আহরণ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top