রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


এসএসসিতে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে সাড়ে ১৩ লাখ আসন


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১২:৫২

আপডেট:
১৩ জুলাই ২০২৫ ২০:১৮

ছবি সংগৃহীত

গত ১৫ বছরের সবচেয়ে নিম্ন পাশের হার এবার এসএসসি পরীক্ষায়। এ বছর ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস এবং ৬ লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এতে অন্যান্য বছরের মতো উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চাপ থাকলেও মফস্বলের বিভিন্ন কলেজে বিপুলসংখ্যক আসন খালি থাকবে। পাস করা সব শিক্ষার্থী কলেজ বা মাদ্রাসায় ভর্তি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাড়ে ১৩ লাখের মতো আসন খালি থাকবে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর ২০২৪ সালে এসএসসিতে পাশের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ; ২০২৩ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ; ২০২২ ও ২০২১ সালে সাধারণত ৮০ থেকে ৮৮ শতাংশ পাসের হার লক্ষ্য করা গেছে; ২০২২ সালে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৪ শতাংশ।

অন্যান্য বছরও একাদশ শ্রেণিতে আসন খালি থাকে। কিন্তু এবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফল হওয়ার কারণে এই সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। অনেক কলেজ-মাদরাসা কাঙ্ক্ষিতসংখ্যক শিক্ষার্থী পাবে না। এর ফলে কলেজগুলো, বিশেষ করে বেসরকারি কলেজ-মাদরাসাগুলো আর্থিকসহ নানা সমস্যায় পড়তে পারে।

এবারও আগের নিয়মেই অনলাইনে আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করার সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়ায় বেশ কয়েক বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়।

ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া বাকি সব কলেজ ও মাদরাসায় এই প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয়।

এই প্রক্রিয়ায় শুধু কলেজ ও মাদরাসার ভর্তির কাজটি হয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ভর্তির কাজ আলাদাভাবে হয়ে থাকে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির বলেন, এ বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

অবশ্য ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগের নিয়মেই ভর্তির কাজটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেভাবে প্রাথমিক প্রস্তুতিগুলোও নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। মানে ৬ লাখের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেনি।

প্রায় প্রতিবছরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আসন খালি থাকে। আবার কিছু কলেজে ভর্তির জন্য চাপ পড়ে। এবার পাসের হার কম হওয়ায় আসন বেশি খালি থাকবে। বিশেষ করে মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি খালি থাকবে। এ জন্য পরিকল্পনা করে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারাদেশে কেবল কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৬ লাখ ৬৬ হাজারের বেশি। এই তথ্য বলছে, কারিগরি ছাড়াই যদি সব শিক্ষার্থী কলেজ-মাদরাসায় ভর্তি হয়, তাহলেও একাদশ শ্রেণিতে সাড়ে ১৩ লাখের আসন ফাঁকা থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ৫ লাখ ৪০ হাজারের বেশি। এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ ৬০ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৮৬ হাজার, যশোরে ২ লাখ ২০ হাজার, চট্টগ্রামে প্রায় ১ লাখ ৭০ হাজার, বরিশালে ১ লাখ ৭০ হাজার, সিলেট ১ লাখ ৪১ হাজার, দিনাজপুর বোর্ডে ৩ লাখ ২৮ হাজার, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৫ হাজার এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন একাদশ শ্রেণিতে আসন আছে ৩ লাখ ২৮ হাজারের মতো। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার অনেক কলেজ শিক্ষার্থীর সংকটে ভুগবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাকসুদ উদ্দিন বলেন, প্রায় প্রতিবছরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আসন খালি থাকে। আবার কিছু কলেজে ভর্তির জন্য চাপ পড়ে। এবার পাসের হার কম হওয়ায় আসন বেশি খালি থাকবে। বিশেষ করে মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি খালি থাকবে। এ জন্য পরিকল্পনা করে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top