শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪০

আপডেট:
৪ মে ২০২৪ ০৫:৪৫

 ফাইল ছবি

ছোট মাছ ধরার নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে তিন নারী ও এক শিশুসহ ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে বৃহস্পতিবার রাতে নৌকাটির কাছে যান কোস্টগার্ডের সদস্যরা। ওই সময় নৌকার ভেতর ৮ জনের মরদেহ পান তারা। এছাড়া ওই নৌকা থেকে আরও ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা মালি, আইভরি কোস্ট, গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজারসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।

উদ্ধারকৃতরা জানিয়েছেন, মুমূর্ষু এক মায়ের হাত ফসকে নৌকা থেকে এক শিশু সাগরে পড়ে যায়। এছাড়া অপর এক ব্যক্তি নৌকা থেকে হারিয়ে যান। তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে গত সপ্তাহে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাত্রার শুরু থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে এটি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ঠাণ্ডায় ওই অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে।

সাগরে ভাসমান ওই নৌকার বিষয়ে ইতালির কোস্টগার্ডকে অবহিত করে মাল্টা। ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি ছিল সেখানে নিয়ন্ত্রণ রয়েছে মাল্টার।

এদিকে অভিবাসীদের নৌকা উদ্ধারে লিবিয়া উপকূলে আগে অনেক উদ্ধারকারী জাহাজ থাকত। কিন্তু ইতালি সরকারের কড়াকড়ির কারণে এখন এসব জাহাজের সংখ্যা অনেক কমে এসেছে।

উদ্ধারকারী জাহাজ না থাকা সত্ত্বেও এখনো অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করছেন। শুক্রবারই ১৫৬ জন আরোহীসহ আরও তিনটি নৌকা উদ্ধার করে উপকূলে নিয়ে আসে দেশটির কোস্টগার্ড।

২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত সাগর পাড়ি দিয়ে ৪ হাজার ৯৬৩ জন ইতালিতে গিয়েছেন। ২০২২ সালে একই সময়ে এ সংখ্যাটি ছিল ৩ হাজার ৩৫ জন।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর ১ লাখ ৫ হাজার ১৪০টি নৌকা ইতালিতে ঢোকার চেষ্টা চালায়। কিন্তু ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসার সময় ভূমধ্যসাগরে ১ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top