শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বাড়ির সামনে পানি, কলকাতার মেয়রকে চিঠি সৌরভের


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:৩৩

 ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে পানি জমে থাকে। বর্ষায় বৃষ্টি এলে বের হওয়া যায় না। সমস্যার সমাধান চেয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন।

জানা গেছে, কলকাতার লোয়ার রডন স্ট্রিটে গত বছরের মে মাসে একটি পুরনো বাংলো বাড়ি নেন মহারাজ। বাড়ি নিয়েই তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। বাড়ির সামনের রাস্তায় পানি জমে থাকা নিয়ে উদ্বিগ্ন তিনি। সামনেই বর্ষা আসবে। নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন সৌরভ। তার আগে সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠান সৌরভ।

চিঠিতে সৌরভ লিখেছেন, বাড়িটিতে তিনি আগামী দিনে বসবাস করবেন। তার জন্য সেখানে পরিকল্পনামাফিক কিছু নির্মাণ শিগগিরই শুরু হবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেতে কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে আবেদনও জানাবেন।

বাড়ি নেওয়ার পর মিউটেশনসহ পুরসভার কর মূল্যায়নের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।তিনি জানতে পেরেছেন ওই রাস্তাসহ সংলগ্ন গোটা চত্বরে বৃষ্টি হলেই পানি জমে। যা ওই অঞ্চলের বাড়িগুলোর ক্ষতি করছে। এ সমস্যা সমাধান করতে কলকাতা পুরসভা যেন পদক্ষেপ নেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top