রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানোর অপমানে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
৮ মে ২০২১ ২১:৫২

আপডেট:
৯ মে ২০২১ ১৮:১৮

প্রতীকী ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের এক গৃহবধূকে পরকীয়ার অপরাধে নির্যাতনে পর নগ্ন করে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়। দক্ষিণ ত্রিপুরার সাবরুমের বেতাগা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, এক গ্রাম্য সালিশে গত রোববার (২ মে) ওই গৃহবধূ পরকীয়া অশালীন একটি ভিডিও বড় স্ক্রিনে দেখানো হয়। ভিডিও প্রকাশ পাওয়ার পর স্থানীয়রা ওই নারীর বাড়ির বাইরে জুতার মালা নিয়ে হাজির হয়।

এরপর ওই নারীর চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে নগ্ন পুরো গ্রাম ঘোরানো হয় ওই নারীকে। এই চরম অপমানে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।

ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ত্রিপুরা হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেয়। কিন্তু আদালত পদক্ষেপ নেওয়ার একদিন পরই আত্মহত্যা করেন ওই গৃহবধূ। এ ঘটনায় ওই নারীর পরিবার তার প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তারা দাবি করেন, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সাতজন গ্রেপ্তার হয়েছে।

সূত্র: টাইমস নাউ নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top