মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


শর্ত সাপেক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১৩:৫৭

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৫ ১৪:০৪

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর, সম্প্রতি আবার সেখানে যোগদানের বিষয়টি নিয়ে শর্ত সাপেক্ষে আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা আবারও এই বিষয়টি নিয়ে ভাবতে পারি, তবে আগে তাদের (WHO) কিছু বিষয় পরিষ্কার করতে হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি মার্কিন প্রেসিডেন্টের অসন্তোষের মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ৫০০ মিলিয়ন ডলার হুতে দেয়, কিন্তু চীন মাত্র ৩৯ মিলিয়ন ডলার দেয়, যদিও চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। ট্রাম্প আরও বলেন, ‘ডব্লিউএইচও আমাকে প্রস্তাব দিয়েছে, ৫০০ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৩৯ মিলিয়ন ডলার দিয়ে বিষয়টি সমাধান করা যেতে পারে। কিন্তু আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তবে, যেহেতু পুরো ব্যাপারটি পরিষ্কার না, তাই আবারও আমরা ভাবতে পারি।’

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে অন্যতম ছিল WHO থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। ফলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বড় আর্থিক সংকটে পড়তে পারে। ১৯৪৮ সাল থেকে আমেরিকা WHO-তে অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অবদানকারী দেশ হিসেবে পরিচিত, এবং বাইডেন প্রশাসন আসার পরও আমেরিকার তহবিল WHO-এর মোট বাজেটের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করে।

যুক্তরাষ্ট্রের WHO থেকে সরে যাওয়ার ফলাফল হিসেবে, সেখানে আর্থিক ঘাটতির পাশাপাশি, আমেরিকার নাগরিকদেরও বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ, যক্ষ্মা, এইচআইভি/এইডসসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ বা স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে WHO-এর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া থেকে তারা বঞ্চিত হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top