জার্মানিতে ছুরি চালিয়ে ১৮ জনকে আহত, গ্রেপ্তার নারী
প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১১:২৪
আপডেট:
২৪ মে ২০২৫ ১৭:৫৬

জার্মানির প্রধান বন্দর শহর হামবুর্গে ছুরি হামলা চালিয়ে ১৮ জনকে আহত করার অভিযোগে ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
শুক্রবার শহরের সেন্ট্রাল রেলস্টেশনে ঘটেছে এই হামলা। হামবুর্গ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সেই নারী একাই হামলা চালিয়েছেন। শুক্রবার গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছিল তাকে, আজ শনিবার আদালতে হাজির করা হবে।
গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে হামবুর্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “আজ সকালের দিকে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনে ওই নারী প্রবেশ করেন এবং নির্বিচারে, অর্থাৎ সামনে যাকেই পেয়েছেন, তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং এ ঘটনার তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের হাতে এর বেশি তথ্য নেই। তদন্তের পর এ ব্যাপরে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারব।”
হামলাকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি হামবুর্গ পুলিশ। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জার্মান শাখা আরটিএলকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী জার্মান নাগরিক এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জ এবং স্বরাষ্ট্র মন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ এ ঘটনায় আহত ও তাদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশ ও জরুপি পরিষেবা কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তারা।
হামবুর্গের সেন্ট্রাল স্টেশনকে জার্মানির ব্যস্ততম রেল স্টেশন হিসেবে পরিচিত। হামবুর্গ শহরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যাতায়াতের উদ্দেশে প্রতিদিন স্টেশনটি ব্যবহার করেন ৫ লাখ ৫০ হাজারেরও বেশি যাত্রী।
সম্প্রতি জার্মানিতে কয়েকটি বড় ছুরি হামলার ঘটনা ঘটেছে। তবে সেসব হামলায় সংশ্লিষ্টরা কেউই জার্মানির নাগরিক নয়, বরং আশ্রয়প্রার্থী হিসেবে দেশটিতে বসবাস করছেন।
গত জানুয়ারিতে ২৮ বছর বয়সী এক আফগান আশ্রয়প্রার্থী জার্মানির অ্যাসশাফেনবার্গে ছুরি চালিয়ে ২ জনকে হত্যা করেন। এর আগে গত বছর জার্মানির সোলিঙ্গেন শহরে এক অনুষ্ঠানে ছুরি দিয়ে তিন জনকে হত্যা ও বেশ কয়েক জনকে আহত করেছিলেন সিরিয়া থেকে আগত এক আশ্রয়প্রার্থী।
সূত্র : সিএনএন
আপনার মূল্যবান মতামত দিন: