মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১৬:২৬

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০৩:৩৮

ছবি সংগৃহীত

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। বার্তা সংস্থা তাস জানিয়েছে, জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বর্বর ও অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুতর ও সুদূরপ্রসারী পরিণতির আলোকে, ইসলামী প্রজাতন্ত্র ইরান জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদকে এই স্পষ্ট ও বেআইনি আগ্রাসনের বিষয়টি মোকাবেলায় বিলম্ব না করে জরুরি সভা আহ্বান করার জন্য অনুরোধ করছে।'

আমির সাইদ ইরাভানি আরও বলেন, '(উল্লেখিত কর্মকাণ্ডের) তীব্রতম সম্ভাব্য নিন্দা জানাতে এবং সনদের অধীনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক জরুরি, যাতে এই ধরনের জঘন্য অপরাধের অপরাধীকে সম্পূর্ণরূপে জবাবদিহি করতে হয় এবং শাস্তি থেকে অব্যাহতি না দেওয়া হয়।'

এর আগে রোববার (২২ জুন) ভোরে ইরানের ওপর বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে।

যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। অথচ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্যরাষ্ট্র। তাদের এই কর্মসূচি সব সময় নজরদারির মধ্যেই রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলছেন, ইসরায়েলকে বারবার জানানো হয়েছে যে, ইরানের পরমাণু বোমা বানানোর ইচ্ছা নেই। একই কথা মার্কিন জাতীয় নিরাপত্তা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top