সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৩:৪০

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ১৭:০৪

ছবি সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার(১৪ জুলাই) প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার(১৪ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ডিজিটাল অ্যাসেট খাতের জন্য নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নে একাধিক বিল নিয়ে আলোচনা শুরু করবে। এই নীতিগত কাঠামোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিল ক্রিপ্টো শিল্প।

এই দাবির সঙ্গে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেছেন এবং নীতিনির্ধারকদের প্রতি খাতটির পক্ষে নিয়ম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

এই প্রত্যাশার প্রেক্ষাপটে বিটকয়েন সোমবার এশীয় লেনদেনে নতুন রেকর্ড তৈরি করে ১ লাখ ২১ হাজার ২০৭ দশমিক ৫৫ ডলারে পৌঁছায়। সর্বশেষ এটি ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ২০ হাজার ৮৫৬ দশমিক ৩৪ ডলারে লেনদেন হয়।

এ বছর এখন পর্যন্ত বিটকয়েনের দাম ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপের অস্থিরতার মধ্যেও গত কয়েক সপ্তাহে বিটকয়েনের ঊর্ধ্বমুখী ধারা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথার সোমবার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৮ দশমিক ২৩ ডলারে পৌঁছায় এবং সর্বশেষ ৩ হাজার ৩৬ দশমিক ২৪ ডলারে লেনদেন হয়।

কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, ক্রিপ্টো খাতের মোট বাজারমূল্য বৃদ্ধি পেয়ে প্রায় ৩ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top