বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


নিউইয়র্ক-নিউজার্সিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৮:৪৬

আপডেট:
১৬ জুলাই ২০২৫ ০২:০৮

ছবি সংগৃহীত

ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিসহ কয়েক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নিম্নাঞ্চলগুলো। এমন পরিস্থিতিতে নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ফিল মার্ফে।

বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়। বন্ধ হয়ে যায় সাবওয়ের লাইন।

গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হওয়ায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং এর আশাপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়।

নিউজার্সির গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করে সাধারণ মানুষকে বাড়িতে থাকা এবং প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ করেছেন।

বন্যার কারণে নিউজার্সির কিছু বাস ও ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি।

নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচণ্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি জমে গেছে। পানি এতই বেশি ছিল যে সেগুলো ট্রেনের বগির ভেতর প্রবেশ করে। পানি যেন গায়ে না লাগে সেজন্য যাত্রীদের ট্রেনের আসনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।

দক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় সোমবার পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু কিছু বাড়ির বাসিন্দারা জানান তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি প্রবেশ করেছে। এরপর সেখানে বিপর্যয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যদিও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। তখন পানিও নেমে যেতে শুরু করে। তবে কোথাও কোথাও এখনো পানি জমে আছে।

সূত্র: এপি

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top