বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


২০৩০ সালের মধ্যে ‘ইউরোপে বড় যুদ্ধ’ হতে পারে: ফ্রান্সের পূর্বাভাস


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৯:১৩

আপডেট:
১৬ জুলাই ২০২৫ ০৩:৩২

ছবি সংগৃহীত

ফ্রান্সের প্রধানমন্ত্রীর অধীনস্থ 'জেনারেল সেক্রেটারিয়েট ফর ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি'র প্রকাশিত নতুন কৌশলগত ন্যাশনাল রিভিউ অনুসারে, ২০৩০ সালের মধ্যে ইউরোপে একটি 'বড় যুদ্ধ' হওয়ার আশঙ্কা করছে।

মস্কো ইউরোপে আক্রমণের পরিকল্পনা অস্বীকার করলেও নথিতে ইরান, চীন, বিচ্ছিন্নতাবাদ এবং সাইবার ও সংগঠিত অপরাধের পাশাপাশি রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে 'রাশিয়ান হুমকি', 'রাশিয়ান আগ্রাসন' সম্পর্কিত শব্দগুলো ৫০ বারেরও বেশি উল্লেখ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়, ফ্রান্স এবং তার ইউরোপীয় মিত্রদের লক্ষ্যবস্তু করা হবে।

এতে উল্লেখ করা হয়, 'আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি... যেখানে ২০৩০ সালের মধ্যে ইউরোপে একটি বড় ধরনের উচ্চ-তীব্রতার যুদ্ধের ঝুঁকি রয়েছে।'

প্রতিবেদনে বলা হয়, 'ফ্রান্সের স্বার্থ, তার অংশীদার ও মিত্রদের স্বার্থ এবং ইউরোপীয় মহাদেশ ও ইউরো-আটলান্টিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য রাশিয়া সবচেয়ে সরাসরি হুমকি।' এতে মস্কোর বিরুদ্ধে সাইবার আক্রমণ, নির্বাচনে হস্তক্ষেপ এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।

ফরাসি পর্যালোচনাটিতে সতর্ক করা হয়েছে, রাশিয়া মলদোভা, বলকান বা পূর্ব ইউরোপীয় ন্যাটো সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।

এতে ইরান এবং চীনকে 'কৌশলগত হুমকি' হিসেবেও উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে 'মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার' অভিযোগ তোলা হয় আর চীনকে 'বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের চেষ্টাকারী' হিসেবে চিত্রিত করা হয়।

পর্যালোচনাটির উপসংহারে বলা হয়েছে, ফ্রান্সকে অবশ্যই সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং অর্থনীতিকে 'যুদ্ধ প্রস্তুতি'তে স্থানান্তর করতে হবে। তথাকথিত হুমকি রোধে ফ্রান্স এবং ইউরোপজুড়ে নতুন বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে।

ইউরোপের সামরিকীকরণের বৃহত্তর বিস্তারের মধ্যে পর্যালোচনাটি প্রকাশ করা হলো। ব্রাসেলস সম্প্রতি ৮০০ বিলিয়ন ইউরোর 'রিআর্ম ইউরোপ' উদ্যোগ গ্রহণ করেছে। গত মাসে ইউরোপীয় ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। তারা বলছে, এসব করা হচ্ছে 'রাশিয়ান হুমকি'র কথা বিবেচনায় নিয়ে।

রাশিয়া পশ্চিমাদের ওপর আক্রমণের পরিকল্পনার দাবি প্রত্যাখ্যান করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমারা তাদের ক্রমবর্ধমান সামরিক বাজেটকে ন্যায্যতা দেওয়ার জন্য রাশিয়াকে 'উসিলা' হিসেবে ব্যবহার করছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top