বললেন ইতালির প্রধানমন্ত্রী
ফিলিস্তিনকে এখন স্বীকৃতি দিলে ‘হিতে বিপরীত’ হতে পারে
প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ২০:৩৯
আপডেট:
২৭ জুলাই ২০২৫ ০৮:০৬

গত সপ্তাহে আকস্মিকভাবে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর ইউরোপের অন্যান্য দেশগুলোর ওপর চাপ বাড়ে।
তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ মুহূর্তে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন না। কারণ এতে ‘হিতে বিপরীত’ হতে পারে। মেলোনি মন্তব্য করেন, ফিলিস্তিন রাষ্ট্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। এটির অস্তিত্ব নেই।
তিনি বলেন, “আমি ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে। কিন্তু স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠিত হওয়ার আগে এটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই। যেটি বাস্তবে নেই সেটিকে যদি কাগজে স্বীকৃতি দেওয়া হয় তাহলে মনে হবে যে, (ফিলিস্তিন রাষ্ট্র) সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আসলে সমাধান হয়নি।”
গতকাল শুক্রবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হয় তাহলে এটি ইসরায়েলকে স্বীকৃতি দেবে তা নিশ্চিত করতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। তার এ ঘোষণার নিন্দা জানিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
অপরদিকে জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের এ মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই। এর বদলে দুই রাষ্ট্র কীভাবে কার্যকর করা যায় সেটি নিয়ে কাজ করবেন তারা।
সূত্র: রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: