বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


চীনের বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিনের সঙ্গে যোগ দিচ্ছেন কিম জং উন


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৭:১১

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ২৩:১৪

ছবি ‍সংগৃহিত

আগামী সপ্তাহে চীনের বিজয় দিবসের প্যারেডে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে সেই একই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিমের সফরের বিষয়টি নিশ্চিত করেছে চীন। দেশটিতে কিম-পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হবে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের এটিই প্রথম কোনো বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক হতে যাচ্ছে। যা শি জিনপিংয়ের জন্য একটি কূটনৈতিক বিজয়। তিনি দীর্ঘদিন ধরেই চীনের নেতৃত্বাধীন নতুন বিশ্ব শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলেছে, কিম-পুতিনের একসঙ্গে বেইজিং সফরের মাধ্যমে জিনপিং তার প্রভাব প্রদর্শন করার সুযোগ পাবেন। তিনি এমন সময় এ দুই দেশের নেতাকে এক করতে পেরেছেন যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে চুক্তি করতে চাইছে যুক্তরাষ্ট্র।

চীনের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গত সপ্তাহে বলেছিলেন, কিমের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে তার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের আত্মসম্পর্ণকে বিজয় দিবস হিসেবে পালন করে চীন। এবার এই বিজয়ের ৮০ বছর উদযাপন করবে দেশটি।

পুতিন ও কিমের সঙ্গে ২৬ দেশের রাষ্ট্রপ্রধান চীনের বিজয় দিবস প্যারেডে অংশ নেবে। এরমধ্যে ১৯৫৯ সালের পর উত্তর কোরিয়ার কোনো প্রেসিডেন্ট প্রথমবারের মতো এ অনুষ্ঠানে থাকছেন।

এই প্যারেডে নিজেদের সর্বাধুনিক অস্ত্র— যারমধ্যে থাকবে কয়েক বিমান, ট্যাংক এবং ড্রোন বিধ্বসংসী ব্যবস্থা প্রদর্শন করতে পারে চীন। নিজেদের সেনাবাহিনীর নতুন কাঠামোর সবকিছু এবারই প্রথমবার প্যারেডের মাধ্যমে বিশ্ববাসীকে দেখাবে চীন।

প্যারেডে কয়েক হাজার সেনা অংশ নেবেন। তারা ঐতিহাসিক তিয়ানানমেন স্কয়ারে মার্চপাস করে যাবেন। চীনের এই প্যারেডের ওপর পশ্চিমা দেশগুলো নজর রাখবে বলে জানিয়েছে বিবিসি। সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top