রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২


গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের, ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬ ১১:২৬

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ০৪:২৫

ছবি-সংগৃহীত

আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণে ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে, তা ডেনমার্ক পছন্দ করুক বা না করুক।

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর ন্যাটোর ভবিষ্যৎ ও আর্কটিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডেনমার্ক। খবর আল জাজিরার।

শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না এলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি মেনে নেবে না, যেখানে রাশিয়া বা চীন দেশটির প্রতিবেশী হয়ে উঠবে।

ট্রাম্প অভিযোগ করেন, গ্রিনল্যান্ডের আশপাশের জলসীমা নিরাপদ রাখতে ডেনিশ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তবে গ্রিনল্যান্ডের স্থানীয় রাজনীতিকেরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চাইলে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে পারেন। তবে সেটি সম্ভব না হলে ‘কঠিন পথ’ বেছে নেওয়ার কথাও বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর, গ্রিনল্যান্ড নিয়ে ওয়াশিংটনের পরিকল্পনা কী, তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

এদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দেওয়া উচিত গ্রিনল্যান্ড সরকারেরই।

ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিআরকে তিনি বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার নেতৃত্ব গ্রিনল্যান্ডেরই নেওয়া উচিত।

তিনি বলেন, ডেনমার্কের বাইরে থেকেও গ্রিনল্যান্ডের উচিত অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে সংলাপে অংশ নেওয়ার সক্ষমতা থাকা।

মোৎজফেল্ট বলেন, গ্রিনল্যান্ড রাষ্ট্র হওয়ার পথে এগোচ্ছে, যার জন্য নিজস্ব পররাষ্ট্রনীতি প্রয়োজন। তবে এখনো সেই পর্যায়ে না পৌঁছানোয় বিদ্যমান আইন ও কাঠামোর মধ্যেই থাকতে হচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক যৌথভাবেই হবে বলে জানান তিনি।

গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার মধ্যেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন মার্কো রুবিও। ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও উত্তরাঞ্চলে জোটের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালায়, তাহলে তা ন্যাটোর শেষ পরিণতি ডেকে আনতে পারে।

তবে ইউরোপে ন্যাটোর সর্বোচ্চ সামরিক কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ বলেন, জোট এখনো কোনো সংকটে নেই এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রস্তুত।

গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোৎজফেল্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে তার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষেরই একে অপরকে প্রয়োজন। এই সম্পর্ককে পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে এগিয়ে নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top