মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


ইউরোপের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মনোযোগ দেওয়া উচিত, গ্রিনল্যান্ডে নয়


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬ ১০:১৭

আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ১৫:৪০

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণে ইউরোপের যেসব দেশ বিরোধীতা করবে তাদের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করাই হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউরোপকে গ্রিনল্যান্ডের বদলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর নজর দিতে বলেছেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সোমবার (১৯ জানুয়ারি) সাক্ষাৎকার দেন ট্রাম্প। তাকে জিজ্ঞেস করা হয় তিনি শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি কার্যকর করবেন কি না। জবাবে ট্রাম্প ১০০% করব।

গ্রিনল্যান্ড দখলে সামরিক অভিযান চালাবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো মন্তব্য নেই’।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড ‘দখলে’ তাকে বাধা দেওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। যদি জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয় তাহলে এই শুল্ক বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

ইউরোপের দেশগুলোকে গ্রিনল্যান্ড নিয়ে মাতামাতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইউরোপের উচিত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ওপর মনোযোগ দেওয়া। কারণ আপনার দেখতে পাচ্ছেন, এরফলে তারা কী পেয়েছে। ইউরোপের এ যুদ্ধেই মনোযোগ দেওয়া উচিত— গ্রিনল্যান্ডে নয়।”

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দ্বীপটির ওপর এখন নজর দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি তাদের প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top