কণ্ঠশিল্পী মমতাজের ৬ দিনের রিমান্ড
প্রকাশিত:
২২ মে ২০২৫ ১২:৫৯
আপডেট:
২২ মে ২০২৫ ১৩:০৯

হত্যা-হামলা ও ভাঙচুরের পৃথক দু’টি মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মোট ছয় দিনের রিমান্ডে নিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ১-এর বিচারক আবদুল নুর মমতাজের বিরুদ্ধে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট: ৩-এর বিচারক আইভী আক্তার এ কণ্ঠশিল্পীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের হাজতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট আদালতে তোলা হয়।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন। তবে মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পরে পুলিশের প্রিজনভ্যানে জেলহাজতে নেওয়ার পথে উপস্থিত বিক্ষুব্ধরা মমতাজের দিকে ডিম নিক্ষেপ করেন।
মমতাজ বেগম নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরবর্তীতে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: