রবিবার, ২১শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে ওঠলে গোল করার প্রতিজ্ঞা নেইমারের


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮

আপডেট:
২১ ডিসেম্বর ২০২৫ ২০:১২

ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে বড় এক প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার। আগামী গ্রীষ্মে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই এগোচ্ছেন সান্তোস ও ব্রাজিলের এই সুপারস্টার ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান শীর্ষ লিগে সান্তোসের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর আত্মবিশ্বাসী নেইমার মনে করছেন, আগামী বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি সমর্থকদের তার ওপর ভরসা রাখার আহ্বান জানান এবং নিজের কথার দায় নেওয়ার প্রতিশ্রুতিও দেন। এমনকি বিশ্বকাপ ফাইনালে উঠতে পারলে গোল করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই তারকা।

নেইমার বলেন, “বিশ্বকাপটা ব্রাজিলে ফেরাতে আমরা সম্ভব সবকিছু করব, এমনকি অসম্ভবও। জুলাইয়ে আপনারা আমাকে আমার কথার জন্য দায়ী করতে পারেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন! আর যদি আমরা ফাইনালে উঠতে পারি… আমি কথা দিচ্ছি, আমি গোল করব।”

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল ও মেনিস্কাস ইনজুরিতে পড়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি। চলতি বছরের জুনে দায়িত্ব নেওয়া আনচেলত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা স্বস্তিদায়ক পথ পাড়ি দেয়নি।

ব্রাজিল ও সান্তোসের কিংবদন্তি নেইমার দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা, সেলেসাও জার্সিতে তার গোল সংখ্যা ৭৯। আগামী গ্রীষ্মে বিশ্বকাপের মঞ্চে থাকতে মরিয়া এই তারকা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেস ধরে রাখায়।

এদিকে সান্তোসের সঙ্গে আরও ছয় মাস থাকার ব্যাপারে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন নেইমার। চলতি মাসেই ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে স্বল্পমেয়াদি চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছিলেন তিনি।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের প্রতিনিধিরা সান্তোস সভাপতি মার্সেলো তেইশেইরার সঙ্গে আলোচনা করেছেন এবং একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন। সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ আরও ছয় মাসের জন্য নতুন চুক্তিতে সই করবেন নেইমার।

ইনজুরির কারণে চলতি বছরে সান্তোসের হয়ে মাত্র ৩০টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। তবে তাতেও অবদান রেখেছেন যথেষ্ট, ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট। মৌসুমের শেষ চার ম্যাচেই করেছেন পাঁচ গোল, যা দলকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছে। আপাতত সান্তোসেই থাকতে চান নেইমার, অন্য কোনো ক্লাবে যাওয়ার চিন্তা করছেন না বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top