রবিবার, ২৫শে মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২


আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তারা ট্রাইব্যুনালে


প্রকাশিত:
২৫ মে ২০২৫ ১৪:০৭

আপডেট:
২৫ মে ২০২৫ ১৮:১৫

ছবি সংগৃহীত

ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাদের কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার তদন্ত শেষ হয়েছে এবং ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি আবেদন জমা পড়ে। অভিযোগের বিষয়বস্তু অভিন্ন হওয়ায় পরে একটিতে পরিণত হয়।

মামলার প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর সাভার-আশুলিয়ার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, তৎকালীন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, ঢাকা ডিবির পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল। তারা বর্তমানে কারাগারে আছেন এবং আদালতের নির্দেশে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই-আগস্টে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আশুলিয়ার কয়েকটি পয়েন্টে সহিংসতার ঘটনা ঘটে। তখন ছয়জন নিহত হন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ওই লাশগুলো পোড়ানোর অভিযোগে দায়ের করা হয় এই মামলা।

ঘটনাটিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে। তদন্ত শেষে এখন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার পরবর্তী কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top