বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ ১৪৩২


বার কাউন্সিলের প্রতীকী জানাজা পড়ালেন এনসিপির আইনজীবীরা


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫ ১৯:৩১

আপডেট:
২০ নভেম্বর ২০২৫ ২১:৪৮

ছবি : সংগৃহীত

রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন আদালতের আইনজীবীদের লাইসেন্স প্রদানে অনিয়ম, দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতীকী জানাজা ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বার কাউন্সিলের সামনে প্রতীকী জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু, সঞ্চালনা করেন অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোস্তফা আজগর শরিফি, লাবাবুল বাশার, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাত প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট এস.এম আজমল হোসেন বলেন, বার কাউন্সিলের অনিয়ম-দুর্নীতি সব সীমা অতিক্রম করেছে। অবিলম্বে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচন দিতে হবে।

অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার বলেন, প্রদীপের নিচে যেমন অন্ধকার, যে বার কাউন্সিল আইনজীবী লাইসেন্স প্রদানে স্বচ্ছ থাকার কথা ছিল, সেটাই দুর্নীতিতে নিমজ্জিত, এটা লজ্জার ব্যাপার।

অ্যাডভোকেট নাজমুস সাকিব বলেন, সংবিধিবদ্ধ সংস্থা বার কাউন্সিল রিভিউ প্রক্রিয়ার নামে দেদারসে আইনজীবীদের লাইসেন্স দিচ্ছে। এতে বিচার বিভাগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ দুর্নীতির অন্যতম কারণ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনসহ প্রত্যেকটা বার এসোসিয়েশন জবরদখল করা হয়েছে। অবিলম্বে সেখানে নির্বাচন দিতে হবে। বার কাউন্সিলের ইন্তেকাল হয়েছে। এ কারণে আমরা জানাজা পড়ালাম।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বার কাউন্সিলকে ফিনিক্স পাখির মতো উত্থান ঘটাব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top