সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


ক্লিনআপ না ফেসিয়াল— কোনটি করাবেন?


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৩:৩৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:১২

ছবি সংগৃহীত

সৌন্দর্য সচেতন নারীরা প্রায়ই ঢুঁ মারেন পার্লারে। রূপচর্চার উপযুক্ত স্থান এটি। কিন্তু রূপচর্চার কোন বিষয়টি কার জন্য উপকারি তা অনেকেই বুঝে উঠেন না। অবশ্য ত্বকচর্চার এত শ্রেণিবিভাগের মধ্যে বিভ্রান্ত হওয়া মোটেও অস্বাভাবিক নয়।

ক্লিনআপ আর ফেসিয়াল— দুটোই মুখ পরিষ্কার করার উপায়। কিন্তু দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কোনটি কেন করানো হয়, কোনটির উপকারিতা কী, কী কী সমস্যা হতে পারে— এমন অনেক প্রশ্ন মাথায় ঘোরাফেরা করে। এজন্য প্রথমেই দেখে নিতে হবে আপনার ত্বকের জন্য কোনটি ভালো। এরপর অন্যান্য বিষয় নজরে রাখতে হবে।

ক্লিনআপ:
ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করা এবং ময়লা ও তেল দূর করার প্রক্রিয়াকে ক্লিনআপ বলা হয়। ঘাম বা দূষণের কারণে হওয়া ব্রণ বা ছোপ ছোপ দাগ দূর করতে চাইলে ক্লিনআপ করাতে পারেন।

মূলত চারটি ধাপে ক্লিনআপের কাজটি করা হয়। ক্লিনজিং, স্ক্রাবিং, স্টিমিং এবং প্রয়োজন পড়লে এক্সট্র্যাকশনও (ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস অপসারণ করার পদ্ধতি) করা হয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ৩০-৪৫ মিনিট। ত্বকের ধরন এবং জীবনযাত্রার ওপর নির্ভর করে মাসে একাধিক বারও ক্লিনআপ করা যেতে পারে।

ফেসিয়াল:
ত্বকের ময়লা পরিষ্কার করা কাজ নয় ফেসিয়ালের। এটি মূলত ত্বকের জলশূন্যতা, বার্ধক্যের ছাপ, ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া ইত্যাদির মতো নির্দিষ্ট সমস্যাগুলোর সমাধান করে। ক্লিনজিং, এক্সফোলিয়েশন, স্টিমিং, এক্সট্র্যাকশন, মাসাজ, মাস্ক, প্রয়োজন পড়লে বিশেষ ট্রিটমেন্ট— এসব ধাপে ফেসিয়াল করানো হয়। তাই সময় লাগে তুলনামূলক বেশি। সাধারণত ১ থেকে ১.৫ ঘণ্টা। এক মাসে বা দেড় মাসে একবার ফেসিয়াল করালেই যথেষ্ট।

এছাড়া যদি খরচের দিক থেকে অবশ্যই ক্লিনআপের চেয়ে ফেসিয়ালের খরচ বেশি।

আপনার ত্বকের জন্য কোনটি ভালো?
ফেসিয়াল ও ক্লিনআপের মধ্যে কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে আপনার ত্বকের প্রয়োজনের ওপর। যদি ত্বকের নানাবিধ সমস্যার সঙ্গে মোকাবিলা করতে চান, অথবা নিজের যত্ন নিতে চান, তাহলে ফেসিয়াল বেছে নিন। এটি কেবল ত্বক পরিষ্কার করে না। বরং ত্বকের অনেক সমস্যাও মেটায়। কিন্তু যদি আপনি ত্বকের ময়লা অপসারণের জন্য গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করাতে চান, তাহলে ক্লিনআপ বেছে নেওয়া উচিত।

আসলে দুটো বিষয়ই ত্বকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু কবে, কোন দিন আপনার ত্বক কী চাইছে সেটি এখানে গুরুত্বপূর্ণ। পাশাপাশি খরচ ও সময়ের ওপর নির্ভর করেও সিদ্ধান্ত নিতে হয় কখনও কখনও। তবে ত্বক ভালো রাখতে চাইলে, প্রতি সপ্তাহে অন্তত একবার ক্লিনআপ এবং প্রতি মাসে একবার ফেসিয়াল করানো উচিত। পার্লারে না গিয়ে বাড়িতেও নিজে কাজটি করতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top