বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৫ই মাঘ ১৪৩২


বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬ ১১:০৬

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ১৩:০৮

ফাইল ছবি

অবতরণের সময় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার।

মৃত্যু হয়েছে দুর্ঘটনাকবলিত বিমানে থাকা আরও তিন যাত্রীর। উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের সংবাদসংস্থা পিটিআই।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে।

ওই বিমানেই ছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনার পর যে সব ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

এনসিপি সূত্র জানায়, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত।

একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানে ছিলেন অজিত-সহ মোট ছ’জন।

দুর্ঘটনার ছবি-ভিডিও দেখার পর বিমানে থাকা যাত্রীরা কেউ বেঁচে আছেন কি-না, তা নিয়ে সন্দেহ বাড়ছে। দুর্ঘটনার পর ৬৬ বছর বয়সি অজিতকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top