সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বিজ্ঞান-প্রকৌশল-গণিতের সাথে মানবিক গুণাবলির সংযোজন প্রয়োজন


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১৫

আপডেট:
১২ মে ২০২৫ ০৬:০৩

ছবি সংগৃহিত

টেকসই উন্নয়নে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের সাথে মানবিক গুণাবলির সংযোজন প্রয়োজন বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, মানবিক গুণাবলি যদি যুক্ত না হয় তাহলে সমাজ ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশনা সংস্থা রুটলেস প্রকাশিত ‘টুয়ার্ডস এ সাসটেইনেবল ইকোনোমি : দ্যা কেস অব বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দেশ গড়ার জন্য এই বইটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অতিরিক্ত পাঠ্য বই হিসেবে বিবেচিত হওয়া উচিৎ। এর ১৩টি প্রবন্ধে দেশ উন্নয়নের বিভিন্ন দিক-নির্দেশনা ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকনোমিকস-এর পরিচালক ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ তার বক্তব্যে বলেন, দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর পথে এগিয়ে যেতে হলে আমাদের সবাইকে মানবকল্যাণকে সবার আগে গুরুত্ব দিতে হবে, যাতে করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। এতে, দেশ ও জনগণের মঙ্গল হবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইউনিভার্সিটি অব স্কিল সমৃদ্ধি ও প্রযুক্তির (ইউএসইটি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড মুয়াজ্জেম হোসেন। তিনি বলেন, এ দেশ স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু এবং তাইতো অস্ট্রেলিয়া গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও নাড়ির টানে তিনটি বই জাতিকে উপহার দিতে পেরে গর্বিত।

লন্ডনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাজহারুল ইসলাম রানা বলেন, দেশ এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধু কাল থেকে কালে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. গোলাম সামদানী ফকির।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top