নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের আশ্বাস
 প্রকাশিত: 
 ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:২৮
                                নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কুইন্স বরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এসময় কুইন্স বরো প্রেসিডেন্ট এ আশ্বাস দেন।
কনস্যুলেট জেনারেল জানায়, কনসাল জেনারেল ও বরো প্রেসিডেন্টের মধ্যেকার ওই বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ কমিউনিটির কল্যাণ, নিরাপত্তা এবং নিউইয়র্কের উপযুক্ত স্থানে শহীদ মিনার স্থাপনসহ শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করা হয়।
কনসাল জেনারেল ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। বাংলা ভাষাকে নিউইয়র্কে আরও ব্যাপকভাবে ব্যবহার ও প্রসারের বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন কনসাল জেনারেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তার বিবরণ দিয়ে কনসাল জেনারেল বলেন, বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক মহল দ্বারা প্রশংসিত। এসময় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর অর্থনৈতিক তুলনামূলক চিত্র তুলে ধরে ড. ইসলাম যোগ করেন, বাংলাদেশের অর্থনীতি শুধু যে একটি মজবুত অবস্থানে রয়েছে তাই নয়, বাংলাদেশ একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে আজ বিশ্ব দরবারে স্বীকৃত ও সমাদৃত। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন।
নিউইয়র্কে বাংলাদেশের সংস্কৃতিকে আরও বিকশিত করার লক্ষ্যে প্রবাসীদের গৃহীত নানামুখী উদ্যোগ ও কর্মসূচির বর্ণনা করেন, যা দুই দেশের জনগণের মধ্যকার যোগসূত্র ও বোঝাপড়াকে আরও সুদৃঢ় করছে বলে কনসাল জেনারেল অভিমত ব্যক্ত করেন।
প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে প্রেসিডেন্ট কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলোতে কনস্যুলেটের সঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। কুইন্স বরো অফিস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মধ্যকার চলমান সহযোগিতা উত্তরোত্তর মজবুত ও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ মিনার নির্মাণে ধারণাগত সুবিধা ও সহযোগিতার জন্য কনসাল জেনারেল কুইন্স বরো প্রেসিডেন্টকে শহীদ মিনারের একটি ডিজাইন ও একটি শুভেচ্ছা স্মারক শহীদ মিনার উপহার দেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: