মৌচাক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
 প্রকাশিত: 
 ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:৫২
                                রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা লিমা খানম বলেন, আজ বেলা ১১টা ৩৭ মিনিটে আমরা রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: