প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত ডিএসসিসির হিসাব সহকারী
 প্রকাশিত: 
 ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:৩৫
                                ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঈন উদ্দিন বেপারীকে অসদাচরণ, আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ডিএসসিসি সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশের মাধ্যমে এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরসহ সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। চাকরি বিধিমালার ৫৫ (১) বিধি মতে, তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ডিএসসিসির রাজস্ব বিভাগ (পৌরকর শাখা) হিসাব সহকারী মঈন উদ্দিন বেপারীর বিরুদ্ধে অভিযোগ আসার পর ডিএসসিসির অঞ্চল-২ সংস্থাপন ও প্রশাসন বিভাগ (সচিবের দপ্তরে) সংযুক্ত করা হয়েছিল। এছাড়া সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: