কিস্তির টাকা চাওয়ায় কালেকশন অফিসারকে কুপিয়ে জখম
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩
আপডেট:
১৪ মে ২০২৫ ০৫:১০

খুলনার লবণচরা থানা এলাকায় কিস্তির টাকা চাওয়ায় র্যাংকস অটো মোবাইলস লি. এর কালেকশন অফিসারকে কুপিয়ে জখম করার ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। তার নাম আলী হোসেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) খুলনা সদর থানাধীন রুপসা ট্রাফিক মোড় থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর একটি দল। সোমবার (২৭ ফেব্রুয়ারি) র্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) লবণচরা থানা এলাকায় র্যাংকস অটো মোবাইলস লি. খুলনা জেলার কালেকশন অফিসার মো. মোকছেদুল ইসলাম কিস্তির টাকা উত্তোলনের জন্য আসেন। এ সময় তিনি আলী হোসেনের কাছে কিস্তির টাকা চাইলে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায় আলী হোসেনসহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে মোকছেদুল ইসলামের বাম হাতের বাহুতে, বুকে, ডান হাতের কনুই ও আঙ্গুলে কোপ দিয়ে গুরুতর জখম করে।
এ সময় মোকছেদুল মাটিতে পড়ে গেলে হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মোকছেদুলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মোকছেদুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কেএমপি খুলনার লবণচরা থানায় মোকছেদুল ইসলাম নিজেই বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব-৬।
র্যাব-৬ আরও জানায়, এরই মধ্যে রোববার র্যাব-৬ এর কাছে গোপন সংবাদ আসে মূল অভিযুক্ত আলী হোসেন খুলনার সদর থানাধীন রুপসা ট্রাফিক মোড় এলাকায় অবস্থান করছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর একটি দল।
গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: