বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


থাইল্যান্ডে স্বামী, ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যা


প্রকাশিত:
২১ মে ২০২৩ ২০:২৪

আপডেট:
১৫ মে ২০২৫ ০৬:৩৮

 ফাইল ছবি

রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনিতে প্রবাসী স্বামী তিতাস চৌধুরীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী নুপর খাতুন(২৩)।

রোববার(২১ মে) সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ। তিনি বলেন, নুপর খাতুন থাইল্যান্ড প্রবাসী তিতাস চৌধুরীর স্ত্রী ছিলেন। আজ ভোররাতে তার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে আমরা সকাল সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সবুজবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তিনি আরো বলেন, স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের উপর অভিমান করে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বর্তমানে সে সবুজবাগ থানার ওহাব কলোনির ১৫৮ নম্বর বাসায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার দত্ত ডাঙ্গা গ্রামে। সে ওই এলাকার আব্দুল মজিদ মোল্লার মেয়ে ছিলেন।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top