আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৪ ২০:৩৮
আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৫
দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় দুই দিনের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি।
এছাড়াও সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শোক র্যালি করবে আওয়ামী লীগ। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।
শনিবার (৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।
আপনার মূল্যবান মতামত দিন: