সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


বাংলাদেশ-চীন সম্পর্কে চিড় ধরবে না : রাষ্ট্রদূত


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১৮:০৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২১:২৮

ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং এ সম্পর্ক আরও গভীর হবে।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মূলত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নি‌য়ে আলোচনা করেন তারা। তিন দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) বেইজিং সফরে যাচ্ছেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ‌টি উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর গুরুত্বপূর্ণ। চীন সবসময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে।

তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ও‌য়েন বলেন, বাংলাদেশ পক্ষ থেকে থেকে যেসব চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সহযো‌গিতার বিষ‌য়ে তিনি বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় চীন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top