শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০১:০৮

বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইন অবরোধ করা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সেখান থেকে জনগণই তুলে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে, তবে আরো উন্নত হওয়া প্রয়োজন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।
আপনার মূল্যবান মতামত দিন: