দুর্নীতির ধারণা সূচক ২০২৪ প্রকাশ মঙ্গলবার
 প্রকাশিত: 
 ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:২৬
                                দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ করতে যাচ্ছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে। গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। তালিকায় সব দেশের মধ্যে ১৪৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।
প্রতিবেদন অনুসারে, ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে ছিল ডেনমার্ক। ৮৭ পেয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং ৮৫ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে ছিল নিউজিল্যান্ড।
সূচকে সবচেয়ে কম ১১ স্কোর পেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থানে সোমালিয়া ছিল। ১৩ স্কোর পেয়ে নিম্নক্রম অনুযায়ী যৌথভাবে দ্বিতীয় হয়েছিল দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা। এছাড়া ১৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে ইয়েমেন।
এর আগে ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের স্কোর ছিল ২৫।
টিআই এমন সময় সিপিআই সূচক প্রকাশ করতে যাচ্ছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: