অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায় পাওয়ার আশা আসিফ নজরুলের
 প্রকাশিত: 
 ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:০৯
                                মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তিন সপ্তাহ সময় লাগবে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারকাজ শুরু হবে ঈদের পর।
তিনি বলেন, অক্টোবরের মধ্যে ৩-৪টি মামলার রায় হবে বলে আশা করছি। এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা, শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা এসব মামলার আসামি রয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ১৬টি মামলা দায়ের করেছে।
সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা ৩৯৬টির মধ্যে ৩৩২টি মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে।
তিনি জানান, ১৬ হাজার ৪৩৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। ৫৩ টি মামলা প্রত্যাহারের গেজেট ২/১ দিনের মধ্যে প্রকাশিত হবে। এরমধ্যে ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজ-কালের মধ্যে প্রকাশ করা হবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: