নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে: সিপিবি
 প্রকাশিত: 
 ১৯ মে ২০২৫ ১৪:৫৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৫৯
 
                                নির্বাচন ব্যবস্থা বিগত দিনগুলোতে ধ্বংস করা হয়েছে দাবি করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে।
সোমবার (১৯ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গত ১৩ মে মূলতবি হওয়া সংলাপ আজ আবার শুরু হয় বিকেল ৩টা থেকে। রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে দলটির ৭ সদস্য অংশ নেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। সেটা কিভাবে করা হবে তা জনগণ বুঝতে চায়; তারা ঠিকমতো ভোট দিতে পারবে কি না। ভোটে দাঁড়ানোর অধিকার আছে কি না। এখানে প্রশাসনিক কোনো কারসাজি হবে কি না। কিংবা কোনো সাম্প্রদায়িক-আঞ্চলিক প্রচার-প্রচারণার মাধ্যমে ভোট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানো হবে কিনা। পুরোনো ভয়ের রাজত্ব কায়েম হবে কিনা।
সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন ছাড়া স্বাস্থ্য, নারী সংস্কারসহ বাকি পাঁচ কমিশনের প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রস্তাবগুলো আলোচনায় নিয়ে আসা গেলে, আাগমীতে জনস্বার্থের বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পাবে, মানুষ ভাবতে পারবে এবং মানুষের চিন্তাকে সামনে এনে আমাদের সম্পৃক্ত করতে পারবে।
তিনি আরও বলেন, সংস্কারের সুনির্দিষ্ট প্রশ্নগুলো জনগণের সামনে নিয়ে আসা গেলে, জনগণ যদি মনে করে সেটা তার সঙ্গে সম্পর্কিত, তাহলে আমরা অগ্রগতির দিকে নিয়ে যেতে পারব।
প্রিন্স বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের (পূর্ণাঙ্গ প্রতিবেদন) অনেকগুলো কথা থাকলেও, তা প্রশ্নমালায় (স্প্রেডশিট) নেই। সেটা সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করি। জনগণ গণমাধ্যমের সাহায্যে সেগুলো জানতে পারলে তাদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য দ্রুত সংস্কারের যে যে কাজ করা দরকার, যেটা আপনারা বইতে (পূর্ণাঙ্গ প্রতিবেদন) বলেছেন, কিন্তু এখানে (স্প্রেডশিট) নেই। সেগুলো সামনে নিয়ে আসা গেলে অনেক কনফিউশান দূর হয়ে যাবে।
তিনি বলেন, অনেক বিষয়ে আমাদের ঘোরতর দ্বিমত থাকা সত্ত্বেও আলোচনায় ঘাটতি হয়নি। অনেকটা সৌহার্দ্য বজায় ছিল। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সেই ধারায় পুরো দেশবাসীকে নিয়ে আসতে পারলে এবং আগামী দিনের পথচলা নিশ্চিত করা গেলে গণতন্ত্রের পথে আরেক ধাপ অগ্রগতি হবে।
সিপিবি’র সঙ্গে আলোচনার মাধ্যমে প্রথম ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ হচ্ছে। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া সংলাপে ৩৩টি দল ও জোটের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: