ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু সোমবার
 প্রকাশিত: 
 ৩১ মে ২০২৫ ১৭:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২১
 
                                সংস্কার কার্যক্রম নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে সোমবার (২ জুন)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৩টায় এই সংলাপের উদ্বোধন করবেন।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে শনিবার (৩১ মে) এসব তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, উদ্বোধনী দিনে কেবল প্রধান উপদেষ্টা ড. ইউনূসই বক্তব্য রাখবেন। মূলত মঙ্গলবার থেকে কমিশন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করবে। সোমবারের সংলাপে ৩২টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, দ্বিতীয় ধাপের এই সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য গড়ে ওঠেনি, সেগুলোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হবে।
নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিতে এই ধারাবাহিক আলোচনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করেছিল।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: