মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


চট্টগ্রামে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১৫:৫৯

আপডেট:
২২ জুলাই ২০২৫ ২৩:৪৭

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা থেকে নগরীর ষোলশহর এলাকার শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন তারা। এতে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা দেয়।

বোর্ডের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাঁদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছেন তারা।

তাদের দাবি, শিক্ষা উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে। এমন মর্মান্তিক ঘটনার পরও শিক্ষাসচিব পরীক্ষা নেওয়ার চিন্তা করেছেন। তিনি শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা ভাবেননি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top