বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


সোহরাওয়ার্দী হাসপাতাল

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ, সকাল থেকে কর্মবিরতি


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫ ১৩:৫৩

আপডেট:
১৬ অক্টোবর ২০২৫ ১৮:২৭

ছবি : সংগৃহীত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ এনে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ ঘটনায় হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্যসেবায় গুরুতর অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।

নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামের একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। মারধরে আহত কামরুল হাসানকে হাসপাতালেই ভর্তি করা হয়। জানা গেছে, সৈকত তাওহিদ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কর্মবিরতি চলাকালীন হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, “আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।”

তিনি বলেন, “আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে কাজ করি। অথচ আমাদের সহকর্মীর সঙ্গে এমন আচরণ করা একেবারেই অপ্রত্যাশিত। আমরা চাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক।”

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী আরেক নার্স বলেন, “এ ধরনের আক্রমণ আমাদের সবার জন্য হুমকি। নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমরা সেবা দিতে পারবো না। এ ধরনের ঘটনা আমাদের মধ্যে ভয় এবং অসুরক্ষার বোধ তৈরি করছে। যদি প্রশাসন সতর্ক না হয়, তাহলে রোগীদের সেবার মানও প্রভাবিত হবে।”

হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top