বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৬ই কার্তিক ১৪৩২


বিদ্যুত বিভাগে আহবানকৃত ১৯টি ডিএসএস দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহব্বানের দাবীতে মানববন্ধন


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫ ১৭:২৬

আপডেট:
২১ অক্টোবর ২০২৫ ২১:৪৩

ছবি : সংগৃহীত

বিদ্যুত অফিসে অফিসারদে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের ডিপিডিসি ও ডেসকো ঠিকাদারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।২০ অক্টোবর ২০২৫ সকাল ১২ টায় বিদ্যুৎ ভবনের নিচে মানববন্ধন ডিপিডিসি ও ডেসকো অফিসারদের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তাদের অপসারনের দাবী করেন সাধারণ ঠিকাদার বৃন্দ।

মানবন্ধনে ঠিকাদার বৃন্দ বলেন ডিপিডিসি ও ডেসকো অফিসের বৃন্দ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা আওয়ামী আমলের দুর্নীতির সাথে জড়িত এবং বহাল তবীয়াতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভুক্তবোগী ঠিকাদার আব্দুল হামিদ, পিতা: মোঃ আব্দুর রহিম মোল্লা, পোস্ট নং-৮৫৭, পোস্ট অফিস রোড, পূর্ব বাড্ডা। যিনি আহব্বানকৃত দরপত্রে অংশগ্রহণ করার জন্য দরপত্র ক্রয় করে এবং ক্রয়ের পরে ডিপিডিসি-র কিছু ঠিকাদারবৃন্দ তাকে তাদের অফিসে ডেকে নিয়ে জোড় করে সিডিউল টি নিয়ে নিতে চায়। সিডিউলটি দিতে রাজী না হলে তাহারা বল প্রয়োগ করে সিডিউলটি নিয়ে যায় এবং যথাসময়ে ফেরত দেওয়ার কথা বলেন। একইভাবে আরো অনেক ঠিকাদারদের সহিত একই আচরণ করেন বলেও তিনি জানান।

পরবর্তীতে দরপত্র দাখিলের ১ দিন পূর্বে ভুক্তভোগীসহ আরো অনেককে তাহাদের অফিসে ডেকে বলে দেওয়া হয় আপনাদের দরপত্র দাখিলের প্রয়োজন নাই। আমরা নিজেরাই আপনাদের দরপত্রগুলি দাখিল করিয়া দিবো। এভাবে সাধারণ ঠিকাদারদের সাথে প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শন করে।

উক্ত বিষয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হলোও কোন প্রতিকার পায়নি।

মানববন্ধনে আহবানকৃত দরপত্রগুলি বাতিল করে নতুন ভাবে সকল ঠিকাদার যাতে দরপত্রে অংশগ্রহন করতে পারে সেভাবে নতুন সার্কুলার দেওয়ার দাবী করেন, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top