শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫, ২০শে অগ্রহায়ণ ১৪৩২


খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী : রাশেদ খাঁন


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৫ ০৫:২০

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সঙ্কটাপন্ন। আমরা তার জন্য দোয়া চাই। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে হেনস্তা করেছেন। তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে রাখতে চেয়েছেন এবং ন্যূনতম চিকিৎসাও দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই রয়েছে। তাই বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে না ফেরাকে অনেকে নেতিবাচকভাবে দেখছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হয় যেন মায়ের চেয়ে মাসীর দরদ বেশি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের নেতা। দেশের মানুষ আজ তার জন্য কাঁদছে- এটি একজন নেতার জন্য বড় অর্জন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

এ সময় দলটির নেতাকর্মী এবং মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও দোয়া মাহফিলে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top