বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


হেঁটেই খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে মানুষ

পথে পথে পুলিশ সেনা-বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:২০

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড ও তালতলাসহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল মিরপুর ও মহাখালী-বনানীমুখী সড়কে যানবাহন চলাচল করছে। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজাস্থলে পৌঁছাচ্ছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলাসহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের যেমন ভিড় বেড়েছে তেমনি তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

সরেজমিনে দেখা যায়, শিশুমেলা, শেরে বাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকার মূল সড়ক, অলিগলিতে সারি সারি রাখা দূরপাল্লার সব যানবাহন। যেসব যানে চড়ে রাতে ও সকালে ঢাকায় নেমেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের মুখেই রাস্তা ডাইভারশন করেছে সেনাবাহিনী। সেখানে শুধু ডানে টার্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় বা পরিকল্পনা কমিশনের সামনে দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে আগারগাঁও থেকে খামারবাড়ি ফার্মগেট যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। হেঁটে যেতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তবে পথে পথে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেত্রকোনা থেকে আসা আজিজুল ইসলাম নামে এক যুবদল নেতা বলেন, আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। শত শত মানুষ জেলা থেকে আসছেনআগারগাঁও থেকেই যান চলাচল বন্ধতাই হেঁটেই যেতে হচ্ছেভোগান্তি স্বত্বেও যাচ্ছি আপসহীন নেত্রীর শেষ যাত্রায় অংশ নিতে।

দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান পড়েছেন যেন আরও বিপাকে। তিনি বলেন, অনেকগুলো বাসে, প্রাইভেটকারে করে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেছি সকাল ১০টার দিকে। গাবতলীতে বাস থেকে নামছি। এরপর কোনো রকমে শ্যামলী পৌঁছেছি। এরপর থেকে হেঁটে এখন আগারগাঁও।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ রাখা হয়েছে। এর বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয়সরণী (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবেযথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক পরিহার করতে হবেপ্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয়সরণী/ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে

বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িগুলোকে মহাখালী-জাহাঙ্গীর গেট-কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তামগবাজার ফ্লাইওভার ব্যবহার করে ব্যবহার করতে হবে

মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানগুলো মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করছে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে। ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top