বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

ছবি : সংগৃহীত

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেল চলাচলের শেষ সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে না।

ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত অর্থাৎ আজকের অপারেশনের অবশিষ্ট সময়জুড়ে স্টেশনটি বন্ধ থাকবে।


এ বিষয়ে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী তথ্যটি নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top