বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬, ২৩শে পৌষ ১৪৩২


৭ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬ ১১:৩২

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ১৩:২৩

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

কর্তৃপক্ষ জানায়, রাত ১১টার পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

পরে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় ২টি ফেরি। তবে কুয়াশার মাত্রা কেটে যাওয়ায় ৭ ঘণ্টা পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি।

এদিকে, হাড় কাঁপানো শীত আর কুয়াশা থাকার কারণে প্রায় প্রতিদিনই পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৬ থেকে ১০ ঘণ্টা করে বন্ধ থাকছে ফেরি। এতে তিনটি নৌরুটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top