বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২


মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের ২০ লাখ, আহতদের ৫ লাখ অনুদানের প্রস্তাব


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ১৬:৫৭

আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ২০:৪২

ছবি : সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে অর্থ উপদেষ্টা বরাবর এই সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরা দিয়াবাড়ীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৬৪ জন আহত এবং ৩৫ জন নিহত হয়েছেন।

গত ২১ জুলাই ২০২৫ তারিখে দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ১ জন আয়া ও ৩ জন অভিভাবকসহ মোট ৩৫ জন প্রাণ হারান। এ ছাড়া আহত ও মুমূর্ষু অবস্থায় ৫৮ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বিমান বাহিনীর এয়ার কমোডোর উপস্থিত ছিলেন।

সভায় দুর্ঘটনায় নিহত ৩৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা হারে মোট ৭ কোটি টাকা এবং আহত ৬৪ জনের প্রত্যেককে ৫ লাখ টাকা হারে মোট ৩ কোটি ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে এই সহায়তা বাবদ মোট ১০ কোটি ২০ লাখ টাকার প্রয়োজন হবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top