শুক্রবার, ৯ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২


বিপাকে পড়ে মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব ভারতের!


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬ ১৬:৪৪

আপডেট:
৯ জানুয়ারী ২০২৬ ১৪:০১

ফাইল ছবি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বেশ বিপাকেই পড়েছে ভারত। কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল বাংলাদেশি এই পেসারকে। কিন্তু বিসিসিআই না করে দেওয়ায় ফিজকে ছেড়ে দেয় কেকেআর। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা আর প্রতিবাদের ঝড়।

অন্যায়ভাবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর করবে না বাংলাদেশ দল, এমনটাও জানিয়েছে বিসিবি। আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নিতে।

এমন অবস্থায় বেশ বিপাকেই পড়েছে ভারত। বাংলাদেশি পেসারকে আইপিএল খেলতে না দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গণে সমালোচনার শিকার হতে হচ্ছে দেশটিকে। ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারও বিসিসিআইয়ের একহাত নিয়েছেন।

এদিকে বিশ্বকাপের যখন মাত্র এক ম্যাচ বাকি তখন একটি দলের ভেন্যু পরিবর্তনও বেশ ঝামেলার। এমন অবস্থায় বিসিবির সঙ্গে বৈঠকও করেছে আইসিসি, কিন্তু সমাধান এখনো পাওয়া যায়নি। আবার ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তেও অটল বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

সব মিলিয়ে ভারত বেশ বিপাকেই আছে। এমন অবস্থায় মুস্তাফিজকে আবার আইপিএলে ফেরানোর প্রস্তাবও দিয়েছিল ভারত, এমন খবরও সামনে এসেছে। কালের কন্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যা নাগাদ ‘সরকারি নির্দেশ’ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। অবশ্য এ রকম ঘোষণাই যে আসতে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। বিসিবি কঠোর অবস্থানে যাওয়ার পর বিসিসিআই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগও নিয়েছিল বলে জানিয়েছেন বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে ধরেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, ফোনে আমিনুলের কাছে তা সরাসরিই জানতে চাওয়া হয়। কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারের কোর্টে বল চলে যাওয়ায় আমিনুলের পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top