প্রায় ২ কোটি টাকার সোনাসহ ভারতে দুই বাংলাদেশি আটক
প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৩ ২২:১৪
আপডেট:
৯ মে ২০২৫ ২৩:৪০

ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে এক কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৭৩৯ টাকার সোনার বিস্কুট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী একটি বাস থেকে এই সোনা জব্দ করা হয়।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে- আগাম সংবাদের ভিত্তিতে বাসটি পেট্রাপোল সীমান্তে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ওই বাস থেকে ৩০টি সোনার বিস্কুট জব্দ করা হয়।
বিএসএফ সূত্র দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে আরও লেখা হয়েছে- এ ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে তারা হলেন বাসের বাংলাদেশি চালক মোহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর মোহাম্মদ ওমর ফারুক। বিএসএফের দাবি, ফরহাদ ও ফারুক জানিয়েছে, সোনার বিস্কুট তারা ঢাকার এক চোরাকারবারির কাছ থেকে নিয়ে কলকাতার নিউ মার্কেটে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এর জন্য তাদের ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: