পুরনো যন্ত্রাংশ ব্যবহার করে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ডিপিডিসির
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৩ ০২:৪১
আপডেট:
৯ মে ২০২৫ ২৩:২৭

পুরনো ব্যবহৃত যন্ত্রাংশ ব্যবহার করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কামরাঙ্গীরচর-২ উপকেন্দ্র স্থাপন ও সচল করেছেন প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা। পুরাতন যন্ত্রাংশ ব্যবহারের মাধ্যমে উপকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৭ লাখ ৫০ হাজার টাকা। নতুন যন্ত্রাংশ দিয়ে করা হলে খরচ হতো ১২ কোটি টাকার বেশি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
ডিপিডিসির আওতাধীন বিভিন্ন উপকেন্দ্র হতে সংগ্রহীত যন্ত্রাংশের মাধ্যমে নির্মিত এ উপকেন্দ্র চালুর ফলে ১১ কেভি লেভেলে প্রায় ১৪ মেগাওয়াট অতিরিক্ত লোড সরবরাহ করা যাবে।
কামরাঙ্গীরচর এলাকায় প্রায় ৮৪ হাজার ক্ষুদ্র বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা প্রায় ৮০ মেগাওয়াট। যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে বিদ্যমান উপকেন্দ্রের মাধ্যমে উক্ত এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। ফলে ডিপিডিসির নিজস্ব কারিগরি জ্ঞানের মাধ্যমে জরুরি ভিত্তিতে উপকেন্দ্রটি নির্মাণের ফলে আগামী গ্রীষ্ম মৌসুমে কামরাঙ্গীরচর এলাকায় লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
আপনার মূল্যবান মতামত দিন: