বৃহঃস্পতিবার, ১৫ই জানুয়ারী ২০২৬, ২রা মাঘ ১৪৩২


পটুয়াখালীতে ৩ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি স্থগিত


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬ ১৪:২২

আপডেট:
১৫ জানুয়ারী ২০২৬ ১৯:৫৪

ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলার সদর উপজেলা, দুমকি উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা এবং পটুয়াখালী পৌরসভা বিএনপির বিদ্যমান কমিটিগুলো স্থগিত করেছে। পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী জেলাধীন সদর উপজেলা, পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিসমূহ পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে কি কারণে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে তা জানায়নি বিএনপি।

জানা গেছে, এই তিন উপজেলা নিয়ে পটুয়াখালী-১ আসন গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বর্তমান উপজেলা কমিটির নেতারা অন্য বলয়ের হওয়াতে শুরু থেকেই সমস্যা চলছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top