দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গার্দিওলা
 প্রকাশিত: 
 ১৮ মে ২০২৩ ১২:৫৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৫৩
                                কাল রাতে ফিরতি লেগে রিয়ালের বিপক্ষে ৪–০ গোলের জয়ে একটি মাইলফলকের দেখাও পেয়েছেন গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগে এটি গার্দিওলার ১০০তম জয়। এই টুর্নামেন্টে দ্রুততম ১০০ জয়ের রেকর্ড এখন তার। ১৬০তম ম্যাচে মাইলফলকটির দেখা পেলেন সিটি বস।
ইতিহাস বলছে চলতি বছর ইতিহাদে কোনো ম্যাচ হারেনি ম্যানচেস্টার সিটি। এছাড়া সাম্প্রতিক ফর্মটাও কথা বলছিল ক্লাবটির হয়ে। তবে প্রতিপক্ষ দলটার নাম যখন রিয়াল মাদ্রিদ, হতে পারতো যে কোনো কিছুই। তবে দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে এদিন পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ।
অথচ গতবছর সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনাল ফিরতি লেগে ৮৯ মিনিট পর্যন্ত ৫-৩ গোল এগিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল খেয়ে ছিটকে গিয়েছিল সিটি। চোখে মুখে অবিশ্বাস নিয়ে শিষ্যদের সান্ত্বনা দিলেও, গার্দিওলার জন্য এমন হার হজম করা সহজ ছিল না।
এবার স্বপ্নের মতো জয় তুলে নেওয়ার পর গার্দিওলা স্মরণ করেছেন, সেই কঠিন সময়ের কথা। এবার প্রতিপক্ষ হিসেবে যে তিনি চেয়েছিলেন রিয়াল মাদ্রিদকেই, ‘গত মৌসুমটা আমাদের জন্য কঠিন ছিল। ওই সময়ে আমাদের বিষ হজম করতে হয়েছে। কিন্তু ফুটবল আপনাকে সব সময় দ্বিতীয় সুযোগ দেবে। ড্রতে যখন গ্রুপে মাদ্রিদ পড়ল, বলেছিলাম হ্যাঁ আমি এটাই চাই। আমি কেন চেয়েছিলাম কারণটা আজকের ম্যাচের ফলেই পরিস্কার।’
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের পর এই মৌসুমে ‘ট্রেবল’ জয়ের বেশ সম্ভাবনা আছে সিটির। প্রিমিয়ার লিগে আর এক ম্যাচে জিতলেই শিরোপা উঠবে সিটির ঘরে। আর আগেই এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে গার্দিওলার দল।
গার্দিওলা বলেন, ‘ আমার ট্রেবল নিয়ে ভাবতেই পারি, আমরা ট্রেবল দেখছি। তবে তিন ম্যাচ দূরে আছি। তিনটি ভিন্ন প্রতিযোগিতার তিনটি ম্যাচ, আমরা এটা করতেই পারি।’

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: