মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
 প্রকাশিত: 
 ২৫ নভেম্বর ২০২০ ২১:৩৬
 আপডেট:
 ২৬ নভেম্বর ২০২০ ২০:৫৪
                                আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে গোল করার দিক দিয়ে সমানে সমান মেসি-রোনালদো।
করোনা থেকে ফিরে মঙ্গলবার রাতে ফেরেন্সভারোসের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন জুভেন্টাসের সুপারস্টার রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে মেসির মতো ৭০টি গোল করেছেন রোনালদো। ঘরের মাঠে এই দুজনের চেয়ে বেশি গোল আর কারও নেই।
এবারের মৌসুমে ৬ ম্যাচে ৯ গোল সব মিলিয়ে ২০২০ সালে ৩৬ ম্যাচে ৩৭টি গোল করলেন ৩৫ বছর বয়সী পর্তুগিজ তারকা। এ প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৭২ ম্যাচে ১৩১ গোল করেছেন রোনালদো।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: